সিলেটে যাত্রা শুরু হলো আতিক কনভেনশন হলের। সিলেট-তামাবিল সড়কে শহরতলীর পীরের বাজারে গ্রামীণ এলাকায় মনোরম পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত কনভেনশন হলটি নির্মাণ করেন কুমারপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান।
শনিবার বেলা ১ টার দিকে ফিতা কেটে কনভেনশন হলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, করিমউল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী আতাউল্লাহ সাকের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম নাদেল ও আতিক কনভেনশন হলের স্বত্বাধিকারী আতিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গ্রামীণ পরিবেশে নির্মিত কনভেনশন হলটি অত্র এলাকার মানুষের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করবে। এলাকার লোকজনের দায়িত্ব এখানে যেকোনো ধরণের অনুষ্ঠান হলে প্রয়োজনে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া। কেননা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কেবল ব্যবসার জন্য নয়, বিনিয়োগ করেছেন অত্র এলাকার মানুষের উপকারের জন্য, যাতে বিয়ে,গায়ে হলুদ, পার্টিসহ বিভিন্ন আচার অনুষ্ঠান এখানে সুন্দরভাবে সারতে পারেন।
স্বাগত বক্তব্যে কনভেনশন হলের স্বত্বাধিকারী আতিকুর রহমান বলেন, ‘কেবল ব্যবসার জন্য বিনিয়োগ করিনি। এই এলাকার মানুষ যাতে সুন্দর সুযোগ সুবিধা পান। অনুষ্ঠানাদি সারতে আভিজাত্যের ছুঁয়া পান, এ জন্য আতিক কনভেনশন হল গড়ে তুলেছি।