দৈনিক জাতীয় দিনকাল এর সম্পাদক মন্ডলীর সভাপতি, ইউএস বাংলাদেশ বিজনেন্স গ্রফ এর পরিচালক, বাংলাদেশ অগ্যানাইজেশন ফুড এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা জুলফা হায়দার মোঃ নুরে আলম বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি সিলেট পর্যটকদের কাছে আকষর্নী। বিনোদন ও দৃষ্টি নন্দন স্থান হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। পর্যটন নগরী সিলেটের উন্নয়নে সকলের সহযোগিতা এবং বিনিয়োগ বাড়ালে সিলেট উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের সৌর্ন্দেয্যের নগরী হিসেবে পরিচিতি লাভ করবে।
তিনি আরো বলেন, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রির্সোট পরিদর্শন করে আমি মগ্ন হয়েছি। এক্সেলসিয়র উন্নয়ন আরো তরাত্তনিত করে বহিবির্শ্বে এর প্রচার করতে হবে।
তিনি ৪ ডিসেম্বর বুধবার রাতে শুভেচ্ছা বিনিয়ম কালে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রির্সোট এর ম্যানেজিং ডিরেক্টর আহমদ আলী, বাংলাদেশ অগ্যানাইজেশন ফুড এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী সাখাওয়াত হোসেন, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রির্সোট এর ম্যানেজার হুমায়ুন আহমদ প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়ে ডা জুলফা হায়দার মোঃ নুরে আলম কে ফুল দিয়ে বরণ করেন আহমদ আলী।