বাংলাদেশে প্রথম বাস্কেটবল খেলার প্রচলন শুরু হয় পুরান ঢাকার সেন্ট গ্রেগরীজ হাই স্কুলে। শুরুর সালটা ছিলো ১৯২৩। সেই থেকে নিয়ে এ বছর ৯৬ তম বর্ষ পূর্তি করতে যাচ্ছে জনপ্রিয় এই খেলাটি। এ উপলক্ষে সেন্ট গ্রেগরীজ হাই স্কুলে আয়োজন হতে যাচ্ছে গ্রেগরীয়ান বাস্কেটবলের ৯৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। নয় দশক পূর্তি উপলক্ষে ১৩-২১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে বিশাল স্পোর্টস কার্নিভাল। এই কার্নিভালে থাকবে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট। তার মধ্যে- গ্রেগোরিয়ান টেবিল টেনিস টুর্নামেন্ট, ফুটসাল টুর্নামেন্ট, ব্রাদার মার্সেল মেমোরিয়াল ইন্টারস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট, টিচার্স মেমোরিয়াল গ্রেগোরিয়ান বাস্কেটবল টুর্নামেন্ট এবং আন্ডারগ্রাউন্ড বাস্কেটবল টুর্নামেন্ট। জানা যায়, প্রতিবছর ডিসেম্বরে স্কুলটিতে বিভিন্ন ক্যাটাগরির টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদ্বীপ প্লাসিড গমেজের সার্বিক সহযোগীতা এবং প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এই সকল টুর্নামেন্টটি আয়োজিত হয়। সাবেক গ্রেগরীয়ান ও বাস্কেটবল খেলোয়াড় সাফফাত আহমেদ অমিও জানান, বিগত বছরগুলোতে আমাদের টুর্নামেন্টগুলোতে স্পন্সর করেছে সিটি গ্রুপ, মাল্টিফেবস প্রভৃতি প্রতিষ্ঠান। এসব কোম্পানির সহযোগিতায়ই মূলত আমরা আয়োজন করে থাকি। তবে এবারের পরিকল্পনা আরো অনেক বড়। সেক্ষেত্রে বড় স্পন্সরশিপের ওপর নির্ভর করছে আমাদের আয়োজনের অনেকটা।