মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট আয়োজিত ৮ম তাফসিরুল কুরআন মহাসম্মেলনে বক্তাগণ বলেন, প্রত্যেক মুসলমানকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভে জন্য মহান আল্লাহ তায়ালার হুকুম-আদেশ-নিষেধ মেনে চলতে হবে। হযরত মুহাম্মদ সাঃ এর দেখানো সটিক পথ অনুসরণ করে আমাদের কে ইসলামের দাওয়াত ও প্রচারে নিয়োজিত থাকতে হবে। প্রত্যেক মুসলমানকে নিজ দায়িত্বে মহানগ্রন্থ আল কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে হবে। তবেই কোরআনের আলোয় সমাজ আলোকিত হবে। বক্তারা আরো বলেন, শুধু দুনিয়ার পিছনে ছুটলে চলবে না। দুনিয়াদারীর পাশাপাশি আখেরাতের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।
গতকাল ২ ডিসেম্বর সোমবার রাতে সিলেট রেজিস্টারী মাঠে অনুষ্ঠিত সম্মেলন সভাপতিত্ব করেন যথাক্রমে জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ সিলেটের মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, জামিয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মুহতামিম মাওলানা শায়খ জিয়া উদ্দিন, জামেয়া মাদানিয়া কাজিবাজারের শিক্ষা সচিব মাওলানা মুফতি শফিকুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাঈদুর রহমান ও মাওলানা আনোয়ার হোসেন।
মুয়ীনুল ইসলাম লামাশ্যামপুর মাদরাসা হরিপুর সিলেটের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমদ এর যৌথ পরিচালনায় তাফসিরুল কুরআন মহাসম্মেলনে বয়ান পেশ করেন আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা মুফতী রাফি বিন মুনির- ঢাকা, মাওলানা মুফতি মাহমুদুল হাসান ক্বাসেমী- ঢাকা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। আরো বয়ান পেশ করেন হযরত শাহ চট (রহ.) জামে মসজিদ কালীঘাট সিলেটের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজমী, দক্ষিণ সুরমার পিরোজপুর কেন্দ্রীয় জামে মসাজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী বশির আহমদ বাহুবলী, দারুল উলূম হক্কানিয়া জালালপুর রায়খাইল দক্ষিণ সুরমার নায়েবে মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া তোয়াক্কুলী, হযরত উমর (রাঃ) হাফিজিয়া দাখিল মাদরাসা সিলেটের সুপার মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া প্রমুখ।
সম্মেলনে বক্তাগণ ইসলাম প্রচার ও প্রসারে মুয়াজ্জিন কল্যাণ সমিতির এই আয়োজন প্রশংসনীয় উল্লেখ করে বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের আজানের ধ্বনি সবার উপরে থাকবে। তাই মুয়াজ্জিনদেরকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করার জন্য মুসল্লিদের প্রতি উদাত্ত আহবান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক ক্বারী শফিকুর রহমান, সমিতির কোষাধ্যক্ষ উসমান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ইয়াহইয়া, প্রচার সম্পাদক হাফিজ ইয়াহইয়া, সহ প্রচার সম্পাদক জাবির আহমদ, সদস্য হাফিজ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, মাসহুদ আহমদ, জুবের আহমদ, হাসান আহমদ ইমন, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, শরীফ আহমদ, আব্দুল হান্নান, হাফিজ আব্দুল হোসেন, আব্দুল হক, জয়নাল আবেদীন সহ সমিতির সকল সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি