এসবিএন নিউজ: চাঞ্চল্যকর শিশু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ।
রোববার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। এদিন সকাল ১০টায় সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদের আদালতে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
এর আগে, মামলার প্রধান আসামি কনস্টেবল এবাদুর রহমানসহ চার জনকে আদালতে হাজির করে পুলিশ। পর্যায়ক্রমে রাষ্ট্রপক্ষের পর চলে আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক। পরিশেষে মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। আর সেই দিনটি হচ্ছে আজ এবং কিছুক্ষণ পরেই এই রায় ঘোষনা করা হবে।
গত ১১ মার্চ নগরীর ঝেরঝেরী পাড়া থেকে চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর ১৪ মার্চ সাঈদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।