সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার ধসে পড়েছে। এতে ৪ জন পথচারী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ভেঙ্গে গেছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নয়াসড়ক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
জানা যায়, নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণের জন্য কয়েকদিন আগ থেকে মসজিদ ভাঙ্গার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় নয়াসড়ক জামে মসজিদের মিনার ভাঙ্গা শুরু করেন শ্রমিকরা। কিন্তু অপরিকল্পিতভাবে মসজিদের মিনার ভাঙ্গার কারণে তা ধসে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসে উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় মেয়র আরিফ বলেন, আহতদের চিকিৎসা এবং ভেঙ্গে যাওয়া মোটরসাইকেলের ক্ষতিপূরণ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। এ ঘটনায় সিসিকে পক্ষ থেকে তদন্ত কমিটি করে দেওয়া হবে বলে জানান তিনি