দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সংগঠন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকের চতুর্থ দ্বি বার্ষিক সম্মেলন ও ২০১৯-২২ সেশনের জন্য নির্বাহী কমিটির নির্বাচন গত ২৬শে নভেম্বর মঙ্গলবার লন্ডনস্থ দারুল উম্মাহ হলে অনুষ্ঠিত হয়। রেকর্ড সংখ্যক ট্রাস্টি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে প্রাণবন্ত এ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি নুরুস সুফিয়ান চৌধুরী।
ট্রাস্টের সাধারণ সম্পাদক আশরাফুল হক খান রুমানের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির লাভলুর অর্থসহ পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সভাপতির শুভেচ্ছা বক্তব্য ও অন্যান্য ট্রাস্টিদের বক্তব্যের পর পরই ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব ও ট্রাস্ট কর্তৃক সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল কুদ্দুস খান।
এবারের সম্মেলন উপলক্ষে তরুণ প্রজন্মের পাঁচ জন কৃতি পেশাদার ও GCSE পরিক্ষায় অসাধারন ফলাফল অর্জনের জন্য দুই জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়। পেশাদারিত্বে সফলতা অর্জনে সম্মাননা পদক প্রাপ্তরা হলেন, আব্দুল হামিদ (এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার), আতাউর রহমান (চিকিৎসক), জাকারিয়া হোসাইন (সায়েন্টিস্ট), মানুসুরুল হক (এনালিষ্ট) ও মাছুম মিয়া (ম্যানেজার)।
দু’জন কৃতি শিক্ষার্থীর মধ্যে একজন তাজকিরা খানম (পিতা মুনাইম খান), মোট ১২ টি বিষয়ে GCSE পরিক্ষা দিয়ে ৯টা ৯ (A**)এবং ৩টা ৮ (A*) পেয়ে সারা যুক্তরাজ্যে ২০০ জনের সেরা তালিকায় স্থান করে বর্তমানে বৃত্তি নিয়ে এ লেভেলে অধ্যয়ন করছে। অন্য জন হাবিবা খান (পিতা মজাহিদ খান) সে মোট ১০টা বিষয়ে GCSE পরিক্ষা দিয়ে ৮টা ৯ (A**) ও ২টা ৮ (A*) পেয়ে বর্তমানে অংক, পদার্থ, রসায়ন ও ভূগোল নিয়ে এ লেভেলে অধ্যয়নরত। হাবিবা ২০১৭ সালে কোরআনের হাফিজ কোর্সও সম্পন্ন করেছে।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ও সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুরমান মিয়া উপস্থিত অতিথিদের নিয়ে সম্মেলন উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘ইউনিয়ন বার্তা’র ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন ও সম্মেলনের স্মারক (কলম) বিতরন করেন।
এ পর্যায়ে ট্রাস্টের আগামী সেশনের (২০১৯-২২) জন্য নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব আলাউর রহমান এবং তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার সর্ব জনাব সৈয়দ সামসুল হুদা, আব্দুল আজীজ, ইকবাল আহমদ ও সামসুল খান বাদশা। নব নির্বাচিত কমিটিতে সভাপতি – মনসুর আহমদ, সহ সভাপতি – সাহেদুর রহমান, আব্দুল হাফিজ ফজলু, আব্দুল তাহির, আব্দুল বারী আজাদ, সেক্রেটারী – আব্দুল কুদ্দুস খান, সহ সেক্রেটারী – মাহমুদুল হাসান রাসেল, ট্রেজারার – শেখ নজরুল ইসলাম, সহ ট্রেজারার – সিরাজুল গোফরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক – আব্দুল কাদির লাভলু, সহ সাংগঠনিক সম্পাদক – আলী হুসেন লয়লু, প্রচার সম্পাদক – সুরমান মিয়া, সহ প্রচার সম্পাদক – সৈয়দ জাকির আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – এনামুল হক, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – মুহিবুর রহমান মুর্শেদ, নির্বাহী সদস্য – কামরান আহমদ সিকন্দরী, মামুনুল হক সাজু, নুরুস সুফিয়ান চৌধুরী, আশরাফুল হক খান রুমান, শাহ ইমরান হোসেন লিমন, বদর উদ্দিন আহমদ এনাম, মাসুম মিয়া, মুহাম্মদ বশর, কবির আহমদ সুহেল ও আবু হানিফ আগামী তিন বৎসর ট্রাস্টকে পরিচালনা করার জন্য নির্বাচিত হন।
বর্তমান সভাপতি নুরুস সুফিয়ান চৌধুরী সাবেক সভাপতিবৃন্দ কামরান আহমদ সিকন্দরী, মামুনুল হক সাজু, আব্দুল বাতিন ও সাবেক সেক্রেটারী আব্দুল হাফিজ ফজলুকে সাথে নিয়ে বাংলাদেশের হেরিটেজ এবং লুয়েটের লগো সম্বলিত ক্রেস্ট উপহার দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন এবং সাথে সাথে উপস্থিত সকলে উৎফুল্ল পরিবেশে স্বত:স্ফুর্ত করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের টাওয়ার হেমল্যাট কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র মিস্টার জন্ বিগ্স, ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র সামী গৌস চৌধুরী, সুইংডন কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর জোনাব আলী, ডেপুটি স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর আব্দাল উল্লাহ, ফ্রেন্ডস অব কনজাভেটিব হার্টফুর্ড শায়ার এর চেয়ারম্যান শেখ আব্দুল হক তারেক, গ্রেটার সিলেট জেলা সোসাইটির সভাপতি নাছির আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আনা মিয়া, বিয়ানি বাজার থানা জনকল্যান সমিতির ট্রেজারার কয়েছ আহমদ, ফেঞ্চুগঞ্জ জনকল্যান সমিতির সহ সভাপতি আলী আহমদ আজাদ, বিশিষ্ট সমাজসেবক কাজী আনহার, নবারুণ সমাজ কল্যান সমিতির সৈয়দ শাহজাহান সাজু, পর্তুগাল থেকে আগত বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল ইসলাম, জনাব মাহমুদ আলী প্রমুখ।
উপদেষ্টাগণের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব আব্দুল হান্নান, সফিকুল হক, এম এ সালমান জেপি, আব্দুল বারী, মুজাহিদ খান, আলাউর রহমান, হাজী আব্দুল জলিল, আব্দুল জলিল, আব্দুস শহিদ, আব্দুল্লাহ মিয়া, মুনাইম খান মিনু, সৈয়দ শামসুল হুদা, আব্দুল আজীজ, বদরুল হক মালেক, নূর মিয়া খলকু, আশিক মিয়া, ইকবাল আহমদ, সামসুল খান বাদশা প্রমুখ।
ট্রাস্টিদের মধ্যে বক্তব্য রাখেন কামরান আহমদ সিকন্দরী, মামুনুল হক সাজু, আব্দুল বাতিন, আব্দুল হাফিজ ফজলু, মিসবাহুল বারী, শাহ ইমরান হুসেন লিমন, সাহেদুর রহমান, লাল মিয়া, শেখ নজরুল ইসলাম, বদর উদ্দীন এনাম, আবু হানিফ, রিপন আহমদ, তাহসিন খান বুলবুল প্রমুখ।
উল্লেখ্য, সম্মেলন চলার ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ করে উপস্থিত সবাইকে উৎফুল্ল রাখেন জনাব সামী গৌস চৌধুরী, জনাব মাসুদুল হক, জনাব বশির আলী ও আনসার আহমদ।
পরে নব নির্বাচিত সভাপতি মনসুর আহমদের বক্তব্য এবং অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্য ও আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি হয়।