২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
দক্ষিণ সুরমা উপজেলার নৈখাইস্থ হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়।
হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- একাডেমীক সুপার ভাইজার রিমা রানী দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশফাক উদ্দিন চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইফতেখার চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানাওর আলী, রেবতী রমন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তুষ কুমার দাস, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, মোহাম্মদ হাজী মোহাম্মদ রাজা ট্রাস্টের মুতাওয়াল্লী জুলহু মিয়া, সেলিম আহমদ মেম্বার, আব্দুল মতিন, হিরা মেম্বার- প্রমুখ।