সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) শেখ মো. শামীম ইকবালের সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সভায় বাংলাদেশে পাটজাত দ্রব্যের ব্যবহার, পাট শিল্পের প্রসার ও রপ্তানি বৃদ্ধিতে করণীয় প্রসঙ্গে আলোচনা হয়।
জুট কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার সার্বজনীন করা প্রয়োজন। ব্যবসায়ীরা উদ্যোগী হলে পাটশিল্পের সুদিন আবার ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চেম্বার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া এবং মধ্যাহ্নভোজন আয়োজনের জন্য বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) শেখ মো. শামীম ইকবালকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন ও সদস্য মো. ফারুক আহমদ।