গোলাপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানীর অভিযোগ এনে এক আওয়ামীলীগ নেতা সংবাদ সম্মেলন করেছেন।সোমবার বিকাল ৫টায় গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের আহমদ আলীর পুত্র দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে এলাকায় প্রকাশ্যে কাজ করেন এবং লক্ষণাবন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিগত দিনে ইউপি নির্বাচনে সদস্য হিসেবে প্রার্থী হয়ে বর্তমান সদস্যের কাছে অল্প ভোটে পরাজিত হন। এ কারণে একই ইউনিয়নের ফুলসাইন্দ (কলাই টিলা) গ্রামের মৃত সওয়াব আলীর পুত্র ধানের শীষ সমর্থক নজরুল ইসলাম কর্তৃক বিভিন্ন ভাবে হয়রানীর স্বীকার হচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বিগত দিনে সে একই এলাকার মরহুম মুক্তিযোদ্ধা সুরুজ আলী ও তার পরিবারকে মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করেছে। এছাড়াও সে বিগত জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে নাশকতা ও সহকারী কমিশনার (ভূমির) উপর হামলার ঘটনার মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খাটে। এই মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে। তার ছোট ভাই ফুলসাইন্দ খান টিলা জামে মসজিদের দানবাক্সের টাকা চুরির অভিযোগে অভিযুক্ত হলে মুছলেকা দিয়ে মুক্তি পায়। তিনি আরও বলেন, চলতি মাসের ১৯ তারিখ দুপুরে ফুলসাইন্দ বাজারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি ও বিভিন্ন বাজে মন্তব্য করলে তিনি এর প্রতিবাদ জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিত-া ও হাতিহাতির ঘটনা ঘটে। বিষয়টি এলাকার লোকজন মীমাংসা করে দিলেও নজরুল ইসলাম দেলোয়ার হোসেনের নামে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়াও নজরুল ইসলাম তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দিলে তা পুলিশের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। মামলা দিয়ে পরাজিত হয়ে নজরুল ইসলাম তাকে বিভিন্ন ভাবে প্রাণে মারার ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। তিনি তার পরিবার নিয়ে এখন আতংকের মধ্যে আছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তারন আহমদ, হাফিজ বাবুল আহমদ, এমদাদুল হক জুয়েল, মারুফ আহমদ টিপু, সুমন আহমদ, ফরহাদ আহমদ।