দীর্ঘ প্রতীক্ষার পর আসছে আগামীকাল ২৫ নভেম্বর দক্ষিণ সুরমা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। কাউন্সিলর রয়েছেন ৩৬০জন। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। সম্মেলনে ৩টি প্যানেল গঠিত হয়ে নির্বাচন হবে। ৩টি প্যানেলে সাংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী অনুসারী, উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ অনুসারী ও হাবিবুর রহমান হাবিব অনুসারী হয়ে প্যানেল ভিত্তিতে নির্বাচন হবে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।
এদিকে সাধারণ সম্পাদক পদে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন অনেকটা এগিয়ে আছেন। বয়সে তরুন হওয়ায় তিনি সর্বত্র চষে বেড়াচ্ছেন। নেতাকর্মীরাও তাকে গ্রহণ করছেন। নেতাকর্মীরা মনে করছে তরুন সারওয়ার আলম মিতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে। তিনি দলে বেশি সময় দিতে পারবে বলে আমরা আশাবাদী। ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছেন। দলের দুঃদিনের কান্ডারী ছিলেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে প্রচারণায় তিনি এগিয়ে আছেন। সাধারণ সম্পাদক পদে যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, বদরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এবং প্রয়াত নেতা ডা. আব্দুশ শুকুরের পুত্র এডভোকেট শামীম আহমদ মাঠে আছেন।
মিতুন ১৯৯৪ সালে এস.এস.সি, ১৯৯৬ এইচ.এস.সি এবং ১৯৯৯ সালে বি.এ (পাস) করেন। ১৯৯৭-১৯৯৮ সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি. এন.সি.সি) ময়নামতি রেজিমেন্ট এর ক্যাডেট কোয়াটার মাস্টার ও ক্যাডেট আন্ডার অফিসার ছিলেন।
রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯৫ সালে তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে। তাছাড়া ১৯৯৫ সালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দক্ষিণ সুরমা থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। ২০০৫-২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দক্ষিণ সুরমা শাখার যুগ্ম আহবায়কের দায়িত্বও পালন করেন।
সারওয়ার আলম মিতুন একজন আওয়ামী পরিবারের সন্তান হিসাবে ছোট বেলা থেকেই মুজিব আদর্শে আদর্শিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরবে নিভৃতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন। তার বড়ভাই নজমুল আলম দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য। চাচাত ভাই মরহুম শাহীন আহমদ দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। চাচাত ভাই কালাম হোসেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। চাচাত ভাই শামীম আহমদ তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। আরেক চাচাত ভাই জয়নাল আবেদীন ইমন তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।