সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ নভেম্বর “টেকসই পোল্ট্রি উৎপাদন: বৈশ্বিক প্রত্যাশা” শীর্ষক কর্মশালা হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের তত্ত¡াবধানে দিনব্যাপী এ কর্মশালায় আলোচনা সভার পাশাপাশি থাকবে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনা। বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য পোল্ট্রি বিশেষজ্ঞবৃন্দ এ কর্মশালায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি ড. শাহ আহমেদ বেলাল।