সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। তবে বিস্তারিত জানতে তিনি র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের সাথে কথা বলার পরামর্শ দেন। নিপুকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সত্যজিৎ।
পরে সত্যজিৎ কুমার ঘোষ সিলেটভিউকে বলেন, ‘নিপুকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত প্রেসরিলিজে (সংবাদবিজ্ঞপ্তি) জানিয়ে দেওয়া হবে।’
জানা গেছে, নগরীর বালুচর এলাকার রমিজ উদ্দিন বাবুলের বাসা থেকে হিরন মাহমুদ নিপুকে গ্রেফতার করা হয়েছে। বাবুল টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।