নতুন ‘সড়ক পরিবহন আইন’ সংশোধনসহ নয় দফা দাবিতে কর্মবিরতিতে বুধবার সকাল থেকে সারাদেশে ধর্মঘট পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক সমিতি। এর অংশ হিসেবে সিলেটেও চলছে ধর্মঘট।
বুধবার সকাল থেকেই নগরীতে চলাচল করছেনা কোন ট্রাক-কাভার্ডভ্যান। বিভিন্ন স্থানে সড়কের পাশে ট্রাকের দীর্ঘ সারিও দেখা গেছে।
সিলেট ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি ছয়ফুল জানান, ‘দাবি না মানা পর্যন্ত সিলেটে কোন ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান চলবে না।’
গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। আইনটি প্রয়োগ শুরুর পরপরই প্রথমে দেশের কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ হয়।