কর্মজীবনে তারা সকলে খুবই ব্যস্ত। একে অপরের সঙ্গে ঠিকঠাক মত দেখা হয়ে ওঠেনা। কথাও হয় কম। অথচ সকলেই থাকেন একই আঙ্গিনায়। সবার মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় মিড লেভেল ডক্টর্স ডে। রোববার ১৭ নভেম্বর সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মস‚চী শুরু হয়। এরপর ক্যাম্পাসে ফিরে যায় র্যালীটি। তখন অনেকেই ছিলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অপেক্ষায়। তারা আসার পর সকলের মিলে শুরু হয় আড্ডা। আড্ডার ফাকে ফাকে চলে গান ও কবিতা। শোভাযাত্রা শেষে কেক কাটা হয় কলেজ অডিটোরিয়ামে। মুহম‚হ‚ করতালিতে প্রাণবন্ত হয়ে উঠে উৎসব। একে অপরের সাথে দেখা হলেও রোববার ছিল ব্যতিক্রম। একে অপরকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এরপর মেতে উঠেন ব্যস্ত জীবনের নানা কথাবার্তা নিয়ে । পরিবার কর্মজীবন সব মিলিয়ে তারা প্রাণ খুলে একে অপরর সঙ্গে কথা বলেন রাত অবধি। মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকারের সভাপতিত্বে ও ডা. রাফি ও ডা.সাজ্জাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুসুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এন কে সিনহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক ডা. নুরুল, ডা. সাবের আহমদ, ডা. রোমান , আহŸায়ক, ডা. বিপুল চন্দ্র ঘোষ, ডা. শাহীন, ডা. খোকন, ডা. অনুজ, ডা. সুব্রত রায়, ডা. বিভুর সাহা, ডা. কৃষ্ণ কান্ত ভৌমিক, ডা. আসাদুজ্জামান জুয়েল, ডা. অয়ন সহ প্রমূখ। সকলে আনন্দ উল¬াসে কাটালেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এসময় তারা বর্ণাঢ্য আয়োজনে পালন করেন ডক্টর্স মিড ডে।-বিজ্ঞপ্তি