কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে সাবেক মেয়র লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সোমবার সম্মেলন পরবর্তী পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সিলেট জেলা শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং কাউন্সিলরদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান সভাপতি পদে লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেন। লুৎফুর রহমান কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে বিকাল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ মাঠে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বঙ্গবন্ধু নির্যাতিত নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন, সেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াচ্ছে।
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী।
সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ।