ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিসের পক্ষ থেকে ‘শান্তি পদক-২০১৯’ পেয়েছে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর প্রতিষ্ঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় এবার সংগঠন হিসেবে শুধু তালামীযে ইসলামিয়াকে এ পদক দেয়া হয়।
রোববার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে তমদ্দুন মজলিসের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও শান্তি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম ইয়াকুব হোসাইন, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. শেখ আকরাম আলী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সংগঠন তালামীযে ইসলামিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তালামীযের বিভিন্ন কার্যক্রমসহ পবিত্র ইদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সংগঠনটির নিয়মিত প্রকাশনা ‘সুবহে সাদিক’-এর ভূয়সী প্রশংসা করেন।
তালামীযে ইসলামিয়ার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুম আহমদ, আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন সালেহী, তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মিফতাহুল ইসলাম তালহা, ঢাকা মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাপ্পী, প্রচার সম্পাদক আব্দুস সামাদ ও ঢাকা আলিয়ার সভাপতি হাফিজ অমিত হাসান প্রমুখ।