সিলেট৭১নিউজ ডেস্ক:: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগে দ্বিতীয়বারের মত চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বেলা দেড়টার দিকে কড়া পাহারায় বেগম জিয়াকে কেবিন ব্লক থেকে বের করা হয়। এরপর তাকে একটি মাইক্রোবাসে করে নেয়া হয় আরেকটি ব্লকে ডেন্টাল বিভাগে। সেখানে চিকিৎসা শেষে বেলা সোয়া ২টার দিকে তাকে আবার কেবিন ব্লকে ফিরিয়ে নেয়া হয়।
বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান বেগম জিয়ার চিকিৎসা করেছেন। তবে তাকে কি চিকিৎসা দেয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসার জন্য পহেলা এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, বয়সজনিত কারণে তার দাঁতগুলো ধারালো হয়ে গেছে। এর আগে ওরাল অ্যান্ড ম্যক্সিলোফিসিয়াল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদা আক্তারের কাছে নেয়া হলে তিনি খালেদা জিয়ার দাঁতগুলোকে ভোঁতা করে দিয়েছিলেন।