সিলেট৭১নিউজ:: নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার বেলা ১২টার দিকে প্রথমবারের মতো সিলেট এসে পৌঁছলে নেতাকর্মীরা তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ উক্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে ১৩জুলাই সন্ধ্যায় এত মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পান। পদোন্নতি পাওয়ার পর মন্ত্রী ইমরান আহমদ প্রথম বারের মতো নির্বাচনি এলাকায় আসেন আজ ঢাকা শাহ্জালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে ১১টার ফ্লাইটযোগে সিলেটে আসেন। সিলেটে তাকে বরণ করতে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের নেতাকর্মীসহ বিমান বন্দরে ঢল নামে মানুষের।
সিলেট আসনের ৩টি উপজেলা থেকে নেতাকর্মীরা মোটর সাইকেল,কার, লাইট্রেসসহ শোভা যাত্রা সহকারে তাকে অভিনন্দন জানাতে সিলেট ওসমানী বিমান বন্দর প্রাঙ্গনে সমবেত হয়। খন্ড খন্ড মিছিল আর আনন্দ উল্লাসে নেতাকর্মীরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। বিমান বন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আছাদ উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানিগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধক্ষ শাহেদ আহমদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউ/পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ইসমাইল আলী মাষ্টার, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, ফতেহপুর ইউ/পি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম মাষ্টার, ফরিদ আহমদ শামীম, তরুণ আওয়ামীলীগ নেতা ও ক্রীড়া সংগঠক কামরুল হাসান, নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ সাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, জুবায়ের আহমদ, সোহান দে, মাসুক আহমদ, সালেহ্ আহমদ, আফাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ জাহান সিদ্দিক সাবুল, সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন প্রমুখ।