নিজস্ব প্রতিবেদক :: ‘পানির মূল্যে’ ফুট ওভারব্রিজ বিক্রির অপচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর আবারো ওভারব্রিজটি বিক্রির জন্য দরপত্র আহবান করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। বৃহস্পতিবার ওভারব্রিজটি বিক্রি করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুনর্নিলামের দরপত্র আহবান করা হয়েছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে দরপত্র বিক্রি এবং ২৫ জুলাই দরপত্র খোলা হবে।
সিলেটের কোর্ট পয়েন্টে নির্মিত ফুট ওভারব্রিজটি উদ্বোধন হয় ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর। এরপর প্রায় চার বছর কাটলেও নগরবাসীর কোনো কাজে আসেনি ব্রিজটি। লোকজন ব্রিজটি ব্যবহারে কোনো আগ্রহই দেখায়নি। ফলে বিভিন্ন সময় ব্যানার স্ট্যান্ড হিসেবেই ব্যবহার হয়ে আসছিল ব্রিজটি। তাই সিটি কর্পোরেশন ওভারব্রিজটি নগরীর অন্যত্র স্থানান্তরের চিন্তা করে। কিন্তু স্থানান্তর করার কোন প্রক্রিয়া না হওয়ায় ব্রিজটি বিক্রির সিদ্ধান্ত নেয় সিসিক কর্তৃপক্ষ। ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি বিক্রির জন্য দরপত্রও আহবান করা হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীদের মধ্যে সমঝোতায় মাত্র ২২ লাখ টাকা দাম উঠে ব্রিজটির। রহস্যজনক কারণে মাত্র তিনটি প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নিয়েছিলো।
এদের মধ্যে নগরীর কাজিরবাজারের তাহমিদ এন্টারপ্রাইজ ২ লাখ টাকা, চাঁদনীঘাটের মো. সালেহ আহমদ ৩ লাখ টাকা ও স্টেশন রোডের সিরাজুল ইসলাম ওভারব্রিজটির মূল্য ২২ লাখ টাকা দিতে আগ্রহী হন। গত ৮ জুলাই দরপত্র খোলার পর সর্বোচ্চ দরদাতা হিসাবে সিরাজুল ইসলামকে ওভারব্রিজটি ভাঙ্গার অনুমতি দেয়ার তোড়জোড়ও শুরু হয় নগরভবনে। তবে সমঝোতার বিষয়টি জানাজানি হলে এই দামে ব্রিজটি বিক্রি করার সিদ্ধান্ত থেকে সরে আসে সিসিক।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ‘কাঙ্খিত মূল্য না পাওয়ায় পুনরায় দরপত্র আহবান করা হয়েছে। আগেরবার মাত্র তিনটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ২২ লাখ টাকা মূল্য দিতে চেয়েছে।’
সিলেট৭১নিউজ/১৯ জুলাই/শুক্রবার/এআ