নিউজ ডেস্ক :: বিএনপির আইনজীবীরা প্রকৃতপক্ষে আইনি লড়াইটা সমন্বিতভাবে করতে পারছেন না বলেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের নবীনবরণ ও ৪৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে ঘাপলা আছে। সমন্বিতভাবে আইনী লড়াই চালিয়ে যেতে না পারার কারণেই খালেদা জিয়া জেল থেকে জামিনে মুক্তি পাচ্ছেন না।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময় আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তার প্রমাণ আওয়ামী লীগ সরকারের দুইবারের মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জেল হাজতে যেতে হয়েছে। বিএনপি আদালতকে হেনস্তা করেছে বলেই দীর্ঘ ১০ বছর তারা খালেদা জিয়ার বিচারে দীর্ঘসূত্রিতা করেছেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছেন বলে অভিযোগ করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশে বিচার না করার সংস্কৃতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। কিন্তু এই সরকারের সময় কেউ অন্যায় করে পার পায়নি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপস্থিত ছিলেন।
সিলেট৭১নিউজ/এআ