আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় কন্যা নেপালে গত কয়েকদিনে ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শুধু শুক্রবার রাতেই ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী কাঠমাণ্ডুতে ঘরের দেয়াল ধসে এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। নিখোঁজ রয়েছেন ১৮ জন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের ৭৭টি জেলার মধ্যে ইতোমধ্যেই ২০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ললিতপুর, কেভরি, কোটাঙ, ভোজপুর, মাকানপুরের মতো এলাকাগুলো।
পুলিশ জানিয়েছে, দুর্গত এলাকা থেকে আহত অবস্থায় অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় দুর্গত এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, রাজধানী কাঠমাণ্ডুর বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। রাবারের নৌকায় বন্যাদুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
আবহাওয়া দফতরের কর্মকর্তা বিভূতি পোখারেল রয়টার্সকে বলেন, কিছু জায়গায় বৃষ্টিপাত কমলেও লোকজনকে সতর্ক থাকতে হবে। কেননা রবিবার পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
সিলেট৭১নিউজ/বিডি/এস কে