সিলেট৭১ ডেস্কঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের সম্পত্তি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন ছেলের বিরুদ্ধে। সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওই ভুক্তভোগী মা।
উপজেলার গোপালপুর গ্রামের নাজমুল ইসলাম ঝিকুর বিরুদ্ধে এ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন ঝিকুর ৮৫ বছর বয়সী মা হামিদা বেগম।
জানা গেছে, স্বামী আজিজার রহমান মা*রা গেছেন বছর ৩৩ হলো। সেই থেকে তাঁর নিজ নামে থাকা ৫৪ শতাংশ ও স্বামী থেকে পাওয়া ১০ শতাংশ মোট ৬৪ শতাংশ জমি আঁকড়ে ধরে ছিলেন হামিদা বেগম। সেই জমি থেকে বিদেশ যাওয়ার জন্য ৫ শতাংশ জমি নেয়ার কথা বলে মা ও বোনেদের অজান্তে প্রতারণা করে মায়ের ৬৪ শতাংশ ও বোনেদের ৪০ শতাংশসহ মোট ১ একর ৪ শতাংশ জমি লিখে নেন তার মেঝো ছেলে ঝিকু।।
হামিদা বেগম কা*ন্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমা*র মেঝো ছেলে ঝিকু বিদেশ যাওয়ার নাম করে ৫ শতাংশ জমি নেয়ার কথা বলে আমা*র ও আমা*র মেয়েদের অংশসহ মোট ১ একর ৪ শতাংশ জমি লিখে নিয়েছে। দলিল করার সময় আমাদের না পড়িয়ে তাড়াহুড়া করে স্বাক্ষর নিয়েছে। আম*রা তখন বুঝি নাই যে আমা*র ছেলে ঝিকু আমাদের সাথে এভাবে প্রতারণা করে সব সম্পত্তি লিখে নিয়ে যাবে। আমি ও আমা*র মেয়েরা জানি যে ঝিকু ৫শতাংশ জমি লিখে নিচ্ছে।