সিলেট৭১নিউজ ::বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত কর্মসূচীতে শাবিপ্রবি, এম.সি কলেজ, সরকারি কলেজ ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ বিভিন্ন-শ্রেণি পেশার সাধারণ মানুষও অংশ নেন।
সিলেট বিভাগীয় কমিটির সহ সমন্নয়ক নাজমুস সাকিবের সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই ঘটনাগুলোর বারংবার ঘটছে। আমরা সরকারের কাছে দাবী করছি, অন্তত নিরাপদ মৃত্যুর নিশ্চয়তা দিন এবং খুনিদের ৯০ দিনের মধ্যেই বিচারের আওতায় আনুন।
সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ-আল মামুন সুজন বলেন খুনি কিংবা ধর্ষকদের কোন রাজনৈতিক পরিচয়ের কারণে সমর্থন দেয়া বন্ধ করুন এবং নুসরাত হত্যাকারীদের মৃত্যুদন্ড নিশ্চিত করুন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহবায়ক এন এইচ খন্দকার বলেন, আজকের এই ক্ষোভ একদিনে জমে উঠেনি, দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি, আপরাধীরা রাজনৈতিক বিবেচনায় ও আইনের ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। তিনি মহামান্য হাইকোর্টের একটি বিবৃতি নুসরাত হত্যা মামলা যেনো চট্টগ্রামের মিতু, কুমিল্লার তনু ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলার মতো হারিয়ে না যায় উল্লেখ করে বলেন, “বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষক ও খুনিদের ঠাঁই নাই”।
যুগ্ম-আহবায়ক এস. এম. মনসুর বলেন, সকল অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজ প্রতিবাদ করে যাবে। আমরা আশংকা করছি, ওসি মোয়াজ্জের মতো অন্যান্য অপরাধীদের চক্রান্তের কারণে এই বিচারও হারিয়ে না যায়”।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন, এস. কে জাবেদ, তাহসান খান, ফাহমিদা জান্নাত, ফারিহা রহমান, জেবিন চৌধুরী, সালমান, আখতার, ইমরান, ওমর সহ আরোও অনেকে। সমাপনী বক্ত্যবে তারা সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান।