মস্তফা উদ্দিন /বড়লেখা:: মানুষ, মানুষের জন্য। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে—এমন প্রত্যাশা মানুষের বিপদের সময় মানুষ মাত্রই করতে পারে, মানব দরদি বা, স্বেচ্ছাসেবী অথবা রাষ্ট্রের কাছে। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার।
আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে মানব দরদি বা স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়েতোলার। মানুষের বিপদের সময় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে—তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। বিভিন্ন সময় মানুষ অনাকাঙ্ক্ষিত দূর্ঘঘটনায় পতিথ হয়ে সহায় সম্পদ হারিয়ে অসহায় হয়ে পড়ে।
ঠিক তখনি প্রয়োজন তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। আমি অসহায় এক পিতার অাকুতির কথা বলছি, মেয়েকে বাচাঁতে সহায় সম্পদ হারিয়ে প্রায় দিশেহারা হয়ে নির্বাক বোবার মত হয়েগেছেন,কার কাছে যাবেন কাকে বলবেন আমার মেয়েটিকে বাঁচান, যা কিছু সাহায্য পেয়েছেন তাও চিকিৎসা করে শেষ হয়েগেছে। মেয়েকে বাঁচাতে ডাক্তার বলেছে অনেক টাকার প্রয়োজন যা নিজ থেকে এতটাকা জুগাড় করার মত কোন সম্পদ নেই, নিজের বলতে আছে শুধু মাথাগুজার এক টুকরো বাড়ীর জায়গা, তা বিক্রয় করে এত টাকা হবেনা। তাই দিশেহারা হয়ে সমাজের বিত্তবান ও রাষ্ট্রের কাছে অসহায় পিতার অাকুতি আমার মেয়েকে বাঁচান। সমাজের বিত্তশালী ব্যাক্তি বা রাষ্ট্রের ও রয়েছে দায়বদ্বতা। গত ২৪ জানুয়ারী সিলেটের এয়ারপোর্ট রোডে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অনন্যা দে আঁখি।
দুর্ঘটনার পর গুরুতর আহত অনন্যা কে সিলেটের একটি হাসপাতালের আইসিইউ তে ভর্তি করাহয়। অবস্থার অবনতি হলে ঢাকার এ্যাপোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কয়েকটি জটিল অস্ত্রোপাচার করাহয়।অনেকটা সুস্থ হয়ে ফিরে এসেছে অনন্যা কথা বলতে পারছে,মানুষ জন ও চিনতে পারছে। তবে পুরোপুরি সুস্থ হতে এখনো চিকিৎসার প্রয়োজন,মাথার খুলিটা রিপ্লেইস সার্জারিসহ এখনও যে পরিমাণ অর্থ দরকার, যার জন্য তার বাবার ভিটে বিক্রি ছাড়া অন্য কোনো উপায় নেই। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এলেও পুরোপুরি সুস্থ হতে আরো অস্ত্রোপাচার করতে হবে বলে ডাক্তার জানিয়েছেন।উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন সময় ও অর্থের। তাই অনন্যার এই দুঃসময়ে একমাত্র ভরসা হিসেবে এদেশের অসহায় মানুষের আপনজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই সাহায্য কামনা করে অনন্যার বাবা,বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট ও এমসি কলেজের অন্যন্যার সহপাঠীরা গত ৫ ফেব্রুয়ারী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি র’ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন দিলেও এখন পর্যন্ত কোন আশ্বাস পাওয়া যায়নি। অনন্যা দে আঁখির চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে সিলেটে অবস্থানরত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট। অনন্যা বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি র’ নির্বাচনী এলাকা বড়লেখা উপজেলার বারই গ্রামের অরুন কান্তি দের কন্যা। সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ অরুণ কুমার দে (অনন্যার বাবা)+৮৮০১৮১৯১৮১৪৫৫ অজিত কুমার দে(চাচা)+৮৮০১৭০৬৮৯২৫৬৪। বিভিন্ন ভাবে মানুষ টাকা সঞ্চয় করে,বৃদ্ধি করে। কারনটা হয়তো ভবিষ্যতের প্রয়োজনে। ভবিষ্যতের প্রয়োজনে বর্তমানগুলোকে কষ্ট দিতে দিতে একদিন সব ভবিষ্যতই অতিত হয়ে যাবে, সেই দিন সকল সঞ্চই বৃথা মনে হতে পারে। আসুন আমরা সকলে মিলে অনন্যার জন্য সাহার্যের হাত বাড়িয়ে দৃষ্টান্ত স্হাপন করি।