বড়লেখা প্রতিনিধি:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার শিশুদের বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।
গত ৩ দিন আগে দিনাজপুরের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী তার স্কুলের পাশের ইটের ভাটায় তাদের শ্বাসকষ্টসহ নানা অসুখ-বিসুখে আক্রান্ত হওয়ার ও পরিবেশের ক্ষতির বিষয় উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি লিখেছিল। এ চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার (মন্ত্রী) নজরে আসার সঙ্গেই তিনি এ ব্রিকফিল্ড বন্ধ করে দিতে দিনাজপুরের ডিসিকে নির্দেশ দেন।
আরেক প্রাইমারি শিক্ষার্থী স্কুলে যাওয়ার রাস্তায় ব্রিজ না থাকায় সহপাঠীদের স্কুলে যেতে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি চিঠি লিখেছিল। ওই চিঠি হাতে পাওয়ার সঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ব্রিজ নির্মাণ করে দিয়েছেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি শনিবার মৌলভীবাজার জেলার বড়লেখায় জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিশুদের বোধগম্য করে পাঠদান ও পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ইউএনও মো. সুহেল মাহমুদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, কৃষি অফিসার দেবল সরকার, শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান প্রমুখ।