সিলেট৭১নিউজ ডেস্ক: জেলার বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত গোলাগুলিতে এক জলদস্যু নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ সময় ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ খবর জানান।
র্যাবের এ কর্মকর্তা বলেন, ভোরে টহল দেওয়ার সময় জলদস্যুদের অবস্থানের খবর পাই। সে সময় বাঁশখালীর সমুদ্র উপকূল ছোট ছনুয়া এলাকায় অভিযান চালানো হয়। জলদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়েই র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। র্যাবও পাল্টা গুলি করে।
পরে ঘটনাস্থল থেকে এক জলদস্যুর মরদেহ, ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানানো হয় র্যাবের পক্ষ থেকে।