সিলেট৭১নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সোমবার (২৫ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম শেওড়াপাড়ায় মডার্ন উড ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নুরুল ইসলাম শান্ত (৩১) পেশায় একজন মোটর মেকানিক। ওয়ান ব্যাংকের গাড়ির গ্যারেজে কাজ করতেন তিনি। স্ত্রী রেশমা ও দুই বছরের ছেলেকে নিয়ে থাকতেন মগবাজারে এক বাসায়।
মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, তেঁতুলিয়া পরিবহনের একটি বাস শান্তর মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তর ভায়রা জাহাঙ্গীর আলম হাসপাতালে জানান, সকালে বাসা থেকে বেরিয়ে মনিপুরি পাড়ায় কর্মস্থলে যান শান্ত। সেখান থেকে মোটরসাইকেলের কাগজপত্রের কাজে মিরপুরে বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।
দুর্ঘটনার জন্য দায়ী বাসটি এবং চালক সাইফুলকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন দাদন ফকির।