সিলেট৭১নিউজ ডেস্ক:শাড়ি পরা অবস্থায় অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরলেন সালমা খাতুন নামে এক নারী। শনিবার(০২ মার্চ) বিকালে রাজধানীর হাতিরঝিলে রিকশায় থাকা অবস্থায় তার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী। পরে ওই ছিনতাইকারীকে ধরে তিনি চেইনটি উদ্ধার করেন।
ঢাকার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত সালমা খাতুন জানান, ‘শনিবার বিকালে রিকশায় করে রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলাম। ওখানে যানজটে বসে থাকার এক মুহূর্তে আমার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। পরে আমি সাহস করে তাকে ধাওয়া করি। শাড়ি পড়া অবস্থায় তার পিছে ছুটতে ছুটতে অন্তত এক কিলোমিটার দৌড়ে অবশেষে ছিনতাইকারীকে ধরে ফেলি। তার কাছ থেকে আমার চেইনটি নেই। তবে ছিনতাইয়ের সময় লকেটসহ চেইনটি টুকুরো হয়ে যাওয়ায় চেইনের পুরো অংশটি উদ্ধার করতে পারিনি’। ছিনতাইকারীকে ধরে চেইন উদ্ধারের পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য নেন সালমা। পরে ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।