সিলেট দিনকাল মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে উপ-পুলিশ কমিশনার
খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে….
সিলেট:: দৈনিক ‘সিলেটের দিনকাল’ মিনি ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট এমসি কলেজ খেলার মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন এসএমপির উপ-পুলিশ কমিশনার সুহেল রেজা। সিলেটের দিনকাল-এর সম্পাদকমÐলীর সভাপতি বদরুল আলম বেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার সুহেল রেজা বলেন, খেলাধুলা মন ও স্বাস্থ্য ভালো রাখে। জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাসসহ নানা অসামাজিক কার্যকলাপ হতে আমাদের সবাইকে দূরে রাখে। ক্রীড়া উন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে। খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মনকেও সতেজ রাখে। তিনি সবাইকে শরীর সুস্থ রাখার জন্য সকল কাজের পাশাপাশি খেলাধুলা ও ব্যায়াম করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। ফলে আমাদের সমাজ হবে সুন্দর। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ও সুন্দর সমাজ উপহার দিতে সরকারের পাশাপাশি সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক আসাদুল হক আসাদ, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড আবুল হোসেন, পত্রিকার পরিচালক ইউসুফ খান এবং সম্পাদক ও প্রকাশক পারভীন বেগমের প্রতিনিধি মো. নাঈমুল ইসলাম। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আব্দুস সালাম, জেলা সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক মাসুদ গাজী, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. রফিক দেওয়ান, সহ-সভাপতি শাহ জালাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আমির আলী, মনির হোসেন, এসো সুন্দর সমাজ গড়ি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম নাহেদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মুন্না, সংবাদপত্র হকার্স ইউনিয়নের দপ্তর সম্পাদক দোয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন, আখতার হোসেন, সৈয়দ শহিদুল ইসলাম আকাশ, আব্দুল জব্বার ইমন, জুম্মান চৌধুরী, সজীব আহমদ, আবিদ তালুকদার, সাব্বির আহমদ, নাজমুল সাকিব, খালেদ আহমদ, সদস্য জিয়া, শফিক, মতিন, আবুল প্রমুখ। উদ্বোধনী খেলায় শাকিল ফাইভ স্টারকে হারিয়ে জয় লাভ করে মোবারক ফাইভ স্টার। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রুমন আহমদ।