উৎসবমূখর পরিবেশে রোববার দক্ষিণ সুরমা সরকারি কলেজের আয়োজনে শেখঘাট সাধুবাবু’র বাড়ি পুজামন্ডবে সরস্বতী পুজা সম্পন্ন হয়েছে। আবহমান বাংলার জ্ঞান, বিদ্যা সুর ও সংস্কৃতির দেবী শ্রভ্রবসনা বীণাধৃতা পদ্মরাগে রঞ্জিতা রাজহংসবাহনা বিদ্যার দেবীর আরাধনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। সকাল ৭ ঘঠিকায় প্রতিমা স্থাপনের মধ্যদিয়ে শুরু হয়ে , পুজারম্ভ, পুস্পাঞ্জলি অর্পণ, সকাল ১১ ঘঠিকায় প্রসাদ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শামছুল ইসলাম। আরাধনা উদযাপন কমিটির সভাপতি মতিলাল দাশ। সহ সভাপতি সুভাষ চন্দ্র সাহা,সাধারন সম্পাদক পলাশ রঞ্জন দাস, সহ সাধারন সম্পাদক, বিশ্বজিৎ দাম, সুমন রায়, অর্থ সম্পাদক কাজরী রানী ধর, দীপক চন্দ্র, পূজার্চনা সম্পাদক সুপ্তা রাণী চৌধুরী, পলি সেনাপতি, সাজসজ্জা সম্পাদক, শ্যামলী চক্রব্রর্তী, সোনিয়া অর্জুন, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মালাকার, নন্দন কর্মকার, আপ্যায়ন সম্পাদক বিপ¬ব দাশ, মনোরাজ চৌধুরী। উপদেস্টাদের মধ্যে, শাহানা বেগম, সাব্বির আহমেদ, রাহেনা হক, মুহিবুর হক, আতাউর রহমান সহ কলেজের ছাত্রছাত্রীদের স্বতসফুর্ত অংশগ্রহণ ছিলো। পূজায় দেশের সব বিদ্যার্থীদের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় বিশেষ প্রার্থনা করা হয়।