নিজস্ব প্রতিবেদন:: ৩৬০আউলিয়ার সিলেট শহর প্রবাসী অধ্যুষিত এলাকা।এখানের অধিকাংশ লোকই লন্ডন, আমেরিকা সহ মিডলইস্টের বিভিন্ন দেশে বসবাস করেন।বাংলাদেশের মধ্যে সিলেটকেই সবথেকে বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে ধরা হয়। এই এলাকার কেউ কেউ পরিবারসহ বিদেশে থাকেন,কেউ কেউ আবার আত্নীয় স্বজন ছাড়াও বিদেশে একা একা বসবাস করতে হয় জীবিকার প্রয়োজনে। এই প্রবাসীদের জীবন বাস্তবতা তুলে ধরতেই ইউকে বাংলা প্রোডাকশন প্রযোজিত তারেক রহমানের রচনা ও পরিচালনায় সিলেটি আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক “হায়রে প্রবাস”, ” ৭১-এর রাজাকার”, “পাপে বাপরে ছাড়েনা “,” লাইফ নাই” ইত্যাদি। তারা এই অভিনয়ের মাধ্যমে প্রবাসীদের জীবন বাস্তবতাকে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে অভিনেতা নজরুল ইসলাম বলেন, “আমরা এই নাটকগুলি শুধু বিনোদনের উদ্দেশ্যে নয়,সিলেটি সংস্কৃতি সবার কাছে তুলে ধরার জন্য ও নতুন প্রজন্ম যাতে নিজের দেশে থেকে সাবলম্বী হতে পারে,বিদেশে টাকার আশায় এসে যাতে বিভ্রান্তিতে না পড়ে সেগুলো মেসেজ দেয়ার উদ্দেশ্যেই এই নাটকগুলো করি এবং আমরা আমাদের নাটকের মাধ্যমে নতুন প্রজন্মকে লন্ডনের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন করতে চাই।