কামরুল ইসলাম বাবুঃ গত ২৪ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট রোডে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অনন্যা দে আঁখির চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে সিলেটে অবস্থানরত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট।
অনন্যা দে আঁখি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাটবন্দ এলাকার অরুণ কুমার দের কন্যা।সে এবারের এইচএসসি পরীক্ষা-২০১৯ এর পরিক্ষার্থী।
দুর্ঘটনার পর গুরুতর আহত অনন্যা সিলেটের একটি হাসপাতালের আইসিইউ তে ভর্তি ছিলো অনন্যা।পরে অবস্থার অবনতি হলে ঢাকার এপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে
কয়েকটি জটিল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে।আরো অস্ত্রোপাচার করতে হবে বলে ডাক্তার জানিয়েছেন।উন্নত চিকিৎসা পেলে পোরপোরি সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার।
কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা অনন্যার পরিবার বহন করতে অক্ষম হয়ে পড়ছে।
এদিকে অনন্যার সহপাঠী সাইমা যখন থাইল্যান্ডে যাচ্ছে ছায়া জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ঠিক সেই সময়ে অনন্যা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
তাই অনন্যার এই দুঃসময়ে একমাত্র ভরসা হিসেবে এদেশের অসহায় মানুষের আপনজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছেই সাহায্য কামনা করেছে বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট।
সংগঠনের সভাপতি ফাহিম আহমদ হামীম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু এক যৌথ বিবৃতিতে বলেন,
আমরা বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছি।তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবরটি পৌছালে অবশ্যই মেধাবী ছাত্রী অনন্যার জন্য তিনিই আশার আলো হয়ে কিছু একটা করবেন এটা আমাদের বিশ্বাস।
তাই প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের মেসেজটি পৌছানোর চেষ্টা করছি।
অনন্যার জন্য সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ অরুণ কুমার দে (অনন্যার বাবা)+৮৮০১৮১৯১৮১৪৫৫
অজিত কুমার দে(চাচা)+৮৮০১৭০৬৮৯২৫৬৪