নারী জাগরণী ঐক্য পরিষদের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি শনিবার বিকেলে নগরীর উপশহরস্থ এলাকায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
নারী জাগরণী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নাজনীন সুলতানা নিপার পরিচালনায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সুষমা সুলতানা রুহি বলেন, সমাজে সুবিধা বঞ্চিতদের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। আর্থিকভাবে সামর্থবান প্রতিটি মানুষেরই উচিত যার যার সাধ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহায়তা করা। বিত্তবানেরা যা অপচয় করেন তার খন্ডিত অংশ যদি দরিদ্ররা পেত তাহলে তারাও সচ্ছল হতে পারত। তিনি আরো বলেন, সমাজের প্রত্যেক সামাজিক সংগঠনগুলো যদি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তাদের দুঃখ, দুর্দশা কিছুটা হলেও উপকৃত হবে। তাই প্রত্যেক বিত্তবানদের এ ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তব্য রাখেন সংগনের উপদেষ্টা রিনা কর্মকার, সাধারণ সম্পাদক সামছুর নাহার পুস্প, সহ সাধারণ সম্পাদক মরিয়ম পারভিন, কোষাধ্যক্ষ শারমিন আক্তার, প্রচার সম্পাদক নাসরিন বেগম, কার্যনির্বহী সদস্য নাজমা বেগম, নুসরাত জাহান জুই, রাহিলা জেরিন কানন, জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা, প্রতিভা আজিম, রাজিয়া সুলতানা লাভলী, সদস্য সাকেরা সুলতানা জান্নাত, জাবেদুল ইসলাম দিদার প্রমুখ।