সাংবাদিক, কলামিষ্ট, মানবাধিকার ও পরিবেশবিদ মোঃ জিল্লুর রহমান কে গোলাপগন্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন উপজেলা বাসী। জিল্লুর রহমান সমাজসেবার পাশাপাশি সাংবাদিকতা পেশায় দীর্ঘ দিন থেকে জড়িত। তিনি দৈনিক সংবাদ মোহনার সহকারী সম্পাদক। দি ডেইলি মুসলিম টাইমস ও দৈনিক বর্তমান এর সিলেট ব্যুরোচীফ এবং দৈনিক উওরপূর্বে দীর্ঘদিন থেকে কাজ করছেন। তিনি সার্ক এনভায়রনমেন্ট জার্নালিষ্ট ফোরামের সদস্য ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য। এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্হার সদস্য ছিলেন। তিনি প্রায় দেড় যুগেরও বেশি সময় থেকে মানবাধিকার সংগঠনের সাথে জড়িত। প্রথমে বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর সিলেট জেলা শাখায় কাজ করেন, পরবর্তীতে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি হন। এছাড়াও সিডিএইচআরএস এর সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ময়নামিয়া-তৈয়বুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান। জিল্লুর রহমান ছাত্র জীবন থেকে বিভিন্ন দাবীদাওয়া আদায় সহ সামাজিক সংস্হার সাথে জড়িত। তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মসংস্হানের ব্যবস্হা সহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয় ছাত্র কল্যান পরিষদ, বিভাগ ভিত্তিক আন্চলিক শায়িত্বশাসন আন্দোলন, বৃহওর সিলেট গনদাবী পরিষদ, জালালাবাদ যুব ফোরাম, সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদ সহ বিভিন্ন সংস্হার সাথে জড়িত ছিলেন। বিগত দিনে তিনি সিলেট বিভাগ বাস্তবায়ন ও সিলেট শিক্ষা বোর্ড বাস্তবায়নের আন্দোলনে সক্রিয় জড়িত ছিলেন। এছাড়াও সিলেটের পরিবেশ দুষন রোধ ও মানবাধিকার সংগঠন হতে গরীব অসহায় মানুষের বিনামুল্যে আইনি সেবা সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে যাচ্ছেন। প্রার্থীতা সম্পর্কে জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন মানবাধিকার সংগঠনের মাধ্যমে মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার চেষ্টা করছি, সামনে নির্বাচন জনগন যদি আমাকে রায় দেন তাহলে গোলাপগন্জ উপজেলাকে সারা দেশের মধ্যে অন্যতম মডেল জনপদ হিসেবে গড়ে তুলবো