সিলেট:: কবি নজরুল ইসলাম অডিটেরিয়ামের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয়
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে
নিয়ে সিআরআই-এর নির্মিত ডকু-ড্রামা। আজ (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শনী শুরু হবে। সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিব
সিদ্দিক ও নসরুল হামিদ বিপু’র প্রযোজনায় ৭০ মিনিটের এই চলচ্চিত্রটি ১৬
নভেম্বর মুক্তি পাওয়ার পর পরই ব্যাপক সাড়া ফেলেছে। এই তথ্যচিত্রে শেখ
হাসিনার সাধারণ জীবনের অসাধারণ কিছু মূহুর্ত তুলে ধরা হয়েছে। তিনি কখনো
মা, কখনো বোন, কখনো আবার আমজনতার নেত্রী।
চলচ্চিত্রে দেখা যায়, পিতা-মাতা ও পরিবারের সদস্যদের হারালোও দুই বোনের
একজন শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবা করছেন এবং
তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকছেন ছোট বোন শেখ রেহানা। ফিল্মের এক
স্থানে তাকে বলতে শোনা যায়, ‘টুঙ্গিপাড়া আসলে আমার খুবই ভালো লাগে। মনে
হয় আমি আমার মায়ের কাছে, মাটির কাছে ফিরে এসেছি। আমার তো মনে হয়, পৃথিবীর
মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা টুঙ্গিপাড়া।’
সব কিছু হারিয়ে এক সফল সংগ্রামের নায়ক, মানবিক ও স্বরূপে উঠে আসা শেখ
হাসিনা তরুণ প্রজন্মকে প্রেরণা যোগাবেন বলে মনে করছেন প্রদর্শনীর
আয়োজকরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সিআরআই-এর নির্মিত ডকু-ড্রামাটি
দেখতে যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও নানা শ্রেণি পেশার
সাধারণ নাগরিকবৃন্দের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।