তাহের আহমদ::আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রথম প্রতিবন্ধী ব্যক্তি ও ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ইদ্রিস আলী।
তিনি জাবির আইন ও বিচার বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মনোনীত প্রার্থী হিসেবে হারিকেন প্রতীকে নির্বাচন করছেন তিনি। ‘অ্যাবিলিটি ডিজএবিলিটি ডিপেন্ডস্ অন মেন্টালিটি’ এই স্লোগানে নির্বাচনে লড়ছেন তিনি।
এশিয়া মহাদেশের ৬ষ্ঠ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বাংলাদেশের প্রথম ও দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য পদপ্রার্থী জাবির এই শিক্ষার্থী। বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রতিবন্ধী সংসদ সদস্য পদে নির্বাচন করলেও বাংলাদেশে তিনিই প্রথম। ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর, মাগুরায় জন্মগ্রহন করেন শারীরিকভাবে প্রতিবন্ধী বাংলাদেশের সর্বকনিষ্ঠ তরুণ এই সংসদ সদস্য পদপ্রার্থী। তার বর্তমান বয়স ২৫ বছর ১ মাস ২০ দিন।
নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন গনমাধ্যমের কে ইদ্রিস আলী বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের এযাবৎকালের সর্বকনিষ্ঠ প্রার্থী। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ মুসলিম লীগে’র গণঐক্য নামে জোট থেকে মনোনীত প্রার্থী হিসেবে হারিকেন প্রতীকে নির্বাচন করছি। আমার এ নির্বাচনকে শুধু একটা নির্বাচন নয় সামাজিক আন্দোলন হিসেবে দেখছি। আমি মাদককে নির্মূল ও ক্রীড়াঙ্গনে মানুষকে আকৃষ্ট করার জন্য ক্রীড়াঙ্গনে বিশেষ গুরুত্ব দেব।
একজন তরুণ হিসেবে আমি তরুণদের চাহিদা বুঝি নির্বাচিত হলে জনগোষ্ঠীর অপরিহার্য এই অংশের জন্য কাজ করবো। আমি হারলে আমি নিজে হারবো, জিতলে তরুণরাই জিতবে।’