সিলেট:: ‘রক্ত দানে হয়না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি’ এই স্লোগানকে সামনে রেখে গত ১৬ ডিসেম্বর রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহপরান রহ. থানা শাখার উদ্যোগে রক্তদানে উৎসাহি করণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়।
ক্যাম্পেইন উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহপরান রহ. থানা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর পাঠাগার সম্পাদক হাফিজ সাদ উদ্দিন, শাহপরান থানা সাংগঠনিক সম্পাদক ডা. ময়না মিয়া। উপস্থিত ছিলেন অভিজ্ঞ প্যাথলজিস্ট ডা. দিলওয়ার হোসেন ও সাহেল আহমদ তামিম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা তালামীয সহ সভাপতি এমরান আহমদ, সাধারণ সম্পাদক আবু বকর, সহ সাধারণ সম্পাদক জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, আলহাজ্ব আব্দুল মতিন খাঁন ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক হাফিজ ওলিউর রহমান, সহকারী শিক্ষক আব্দুল মজিদ নোমান, শাহপরান থানা তালামীয প্রচার সম্পাদক আমিনুল এহসান জাবির, অর্থ সম্পাদক তাহমিদুর রহমান আবির, সহ অফিস সম্পাদক আলবাব হুসেন রজব, জসীম উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক জামাল আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
প্রথম ধাপে সকাল ১০টা থেকে বিকাল ১.৩০মিনিট পর্যন্ত শাহপরানস্থ আলহাজ্ব আব্দুল মতিন খাঁন ইসলামিক একাডেমিতে এবং দ্বিতীয় ধাপে দুপুর ২.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত মুরাদপুর বাজারে রক্ত দানে উৎসাহিত করণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদান করা হয়।