ডেস্ক নিউজ:: ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শান্তিপূর্ণভাবে সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে অবস্থিত আধুনিক বিপণি বিতান ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির দ্বি-বার্ষিক ব্যবসায়ী সমিতির ২০১৮ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৫৬জন ভোটারের মধ্যে ১৪৯জন ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে থেকে ৪টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৫ টি প্রতিদ্বন্ধিতা করে শাপিং সিটির ব্যবসায়ীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সভাপতি পদে জাকির এডুকেশন সার্ভিস এর সত্ত¦াস্বত্আ্ত্তা ধিকারী মো. জাকির আলী ৯২ টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধিতাকারী রেইনবো ফ্যাশন হাউসের খোকন দাস পান ৫৭ টি ভোট।
সহসভাপতি মো.সাহেদ আহমদ ৯৭ ও আব্দুল গফ্ফার মো.সুহেল ৮৩ টি ভোট পেয়ে দুজনই নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্ধিকারী হলেনমাহিকুর রহমান ফায়িদ এবং গুলজার আহমদ পন ৩৮
টি ভোট। সাধারণ সম্পাদক পদে মাহদী কালেকশনের সত্ত¦াধিকারী মো. জাবেদ আহমদ ৬৮ টি ভোট পেয়ে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ভিনটেজে’র সত্ত্বাধিকারী মো. শামীম আহমদ ৪২ ভোট পান।
সহসাধারণ সম্পাদক পদে বিপ্লব কুমার এষ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে স্টাইল ইন্জিন এর সত্ত্বাধিকারী জুনেদ আহমদ ৮৭ টি ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. রুহুল আমিন চৌ: পেয়েছেন ৬১ ভোট ।
এছাড়া নির্বাচনে ৬টি পদে কোন প্রাতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসাধারন সম্পাদক পদে পদে , বিপ্লব কুমার এষ সহ কোষাধ্যক্ষ মেট্রো ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধীকারী কাজী ফজলে এলাহী। ঘুড্ডি কালেকশনের সত্ত্বাধীকারী অপু আহমদ,ড্রিম সলিউশন ইন্জিনিয়ার এন্ড আর্কিটেক্স এর সত্ত্বাধীকারী মো. জসিম উদ্দিন। কার্যকরি সদস্য বেস্ট ইন্টারন্যাশনালের সত্ত্বাধীকারী জুনেদ আহমদ ও ছোঁয়া ফ্যাশন’র সত্ত্বাধীকারী হেনা বেগম। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট হাফিজুর রহমান জীবন আচার্য্য ,ফাইয়াজ হোসেন ফরহাদ,বারেক আহমদ ।
ব্যবসায়ী সমিতির এই নির্বাচন পরিদর্শন করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ আহমদ, মিলেনিয়াম শপিং সিটি সভাপতি, মহানগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম দৈনিক সকালের সময়ে সিলেট ব্যুরো প্রধান মবরুর আহমদ সাজু,নিউজ চেম্বারের নির্বাহী সম্পাদক এম.এ.ওয়াহিদ চৌধুরী প্রমুখ।