একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দেওয়া হবে প্রতীক বরাদ্দের পর। নির্বাচনী আচরণবিধি অনুসারে নির্বাচন কমিশনারের কাছ থেকে প্রতীক বরাদ্দের পর থেকেই ভোট কেন্দ্র কমিটি গঠন করার নির্দেশ রয়েছে। এর পুর্বে ভোট কেন্দ্র কমিটি গঠন করা হলে বা এর সত্যতা প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশনার এর উদ্যোগে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেওয়া হবে।
এবারের নির্বাচনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট রাজনৈতিক কৌশল হিসেবে একটি সংসদীয় আসনে প্রাথমিক পর্যায়ে একাধিক প্রার্থীর মনোনয়ন দিয়েছে। আগামী ৮ ডিসেম্বর চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাজোট কিংবা ঐক্যফ্রন্টের শরিক দলের সকল নেতাকর্মীদের নিয়েই ভোট কেন্দ্র কমিটি গঠন করা হবে।
কিন্তু চূড়ান্ত মনোনয়নের পূর্বে একটি মহল প্রার্থীকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভোট কেন্দ্র গঠনের উদ্যোগ নিচ্ছে। যদি একক ভাবে কোন প্রার্থী বা তার সমর্থকরা নিজ স্বার্থ হাসিল করার জন্য ভোট কেন্দ্র কমিটি গঠন করেন, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে।