প্রতিকি ছবি
সিলেট৭১নিউজ ডেস্ক:ফরিদপুরে সৎমাকে হত্যার দায়ে রাহিন শেখ (২০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাহিন ফরিদপুর শহরতলীর আলীয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুরের আকবর শেখের ছেলে। রায় ঘোষণার সময় রাহিন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের ভারপ্রাপ্ত পিপি দুলাল চন্দ্র সরকার জানান, ২০১৬ সালের ৯ জুলাই সৎ মা বিউটি বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাহিন। ওই দিনই রাহিনের বাবা আকবর শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলীমুজ্জামান রাহিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দায়ের করলে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।