সিলেট৭১নিউজ ডেস্ক:গরম খাবার খেতে গেলে মনের অজান্তে পুড়ে যেতে পারে আপনার জ্বিহা। জিহ্বা পুড়ে গেলে সব খাবারই বিস্বাদ লাগে। কারণ এতে জিহ্বার স্বাদকোরকগুলো পুড়ে গিয়ে স্বাদগ্রহণ করার ক্ষমতা হারায়। তবে জ্বিহা পুড়ে গেলে চিন্তার কিছু নেই।
আসুন জেনে নেই জিহ্বা পুড়ে গেলে ঘরোয়া করণীয়।
মধু খেতে পারেন
অ্যান্টিব্যাকটিরিয়াল ও সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে মধু। তাই জ্বালা কমাতে মধুর প্রলেপ দিন পোড়া জিহ্বায়।
ঠাণ্ডা খাবার বা বরফ
জিহ্বা পুড়ে গেলে দ্রুত বরফ বা ঠাণ্ডা কোনো খাবার খেতে পারেন।এ জন্য ভালো কাজ করে অ্যালোভেরা। অ্যালোভেরা ব্যথা যেমন কমাবে, তেমনই জিহ্বায় ঠাণ্ডা ভাব এনে পোড়া জায়গায় আরাম দেবে।
জিভে পুড়ে যাওয়া অংশে বরফ রাখুন
বরফ রাখুন জিভের পুড়ে যাওয়া অংশে। এতে ঠাণ্ডা অনুভূতি হবে ও প্রদাহ সারবে দ্রুত। বরফ একান্তই না পেলে ঠাণ্ডা পানিতে কুলকুচি করুন বার কয়েক।
পাথরকুচি পাতা
পাথরকুচি পাতার রসের সঙ্গে মধু লাগালে মুখের ভিতরের যেকোনো প্রদাহ অনেকটাই কমে যায়। জিহ্বা পুড়লে ব্যবহার করুন এটি।