যুবসমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য আল্লাহর রাসূলের আদর্শ প্রচারের বিকল্প নেই… মুহাম্মদ মুহিবুর রহমান
নবীগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান বলেন,বর্তমানে অপসংস্কৃতির করাল গ্রাসে মুসলিম যুবসমাজ বিনষ্টের পথে।তারা ইসলামি আদব আখলাকের তোয়াক্কা না করে মাদককে ফ্যাশন হিসেবে ধারণ করতে চাচ্ছে,আজ যুব সমাজ আল্লাহর রাসূল (সা.)-আদর্শ অনবহিত হওয়ার দরুণ সহজেই সন্ত্রাস-জংগীবাদে জড়িয়ে পড়ছে।যুবসমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে আল্লাহর রাসুল (সা.)-এর আদর্শের প্রচার এবং প্রসারের বিকল্প নেই।
গতকাল ২৫ নভেম্বর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা কর্তৃক নবীগঞ্জ জে.কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের নবীগঞ্জ উপজেলা সভাপতি আহমাদ আদিল আল জাবের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সাহিদ আলমের উপস্থাপনায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.মাছুম অাহমদ সিদ্দিকী,বাংলাদেশ অানজুমানে অাল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা এম.হাসান অালী,বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো.অাব্দুল মুহিত রাসেল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল,সিলেট এমসি কলেজ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাবু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নবীগনজ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা এম.এ ছবুর,সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সজ্জাদুর রহমান,পৌর সদস্য সচিব মাওলানা ইব্রাহীম ইউসুফ,হবিগনজ জেলা তালামীযের সহ-সভাপতি জালাল উদ্দিন মো.ধন মিয়া,প্রাইভেট ইউনির্ভাসিটি জোন সিলেটের সাবেক সহ-সভাপতি মো.অাবুল কাশেম চয়ন,হবিগনজ জেলা সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ইমরান অাল ইমন,অফিস সম্পাদক মো.সাইদুর রহমান,সদস্য শেখ ফখরুল ইসলাম বিলাল,নবীগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মো.শামীম আহমদ,সাধারণ সম্পাদক মো.আব্বাস উদ্দিন চৌধুরী,নবীগনজ পৌর সভাপতি মো.জহিরুল ইসলাম রাহুল,সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ শাওন প্রমুখ।