আমি ঐ সকল তরূণদের মাঝে কাজকর্ম দিয়ে যেথে চাই যারা বাংলাদেশটাকে এগিয়ে নিতে চায়: ব্যারিস্টার সুমন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের মসজিদ নির্মাণে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
আজ শনিবার ২৪ নভেম্বর সকাল ১১টার সময় তরুণ সমাজ সেবী আছমা জান্নাত মনির আহবানে সাড়া দিয়ে মসজিদ নির্মাণে সহযোগীতা করতে আসেন তিনি।
বর্তমান সময়ে তরুণদের আইকন ব্যারিস্টার সুমন একের পর উন্নয়ন মূলক কাজ করে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া আলোচনার শীর্ষে রয়েছেন।
খবর নিয়ে জানা যায় কামারগাঁও গ্রামের সোশ্যাল ওয়ার্কার আছমা জান্নাত মনি ও এলাকাবাসীর উদ্দোগে একটি নতুন মসজিদ নির্মান কাজ শুরু হয় কিন্তু এলাকার অসচ্ছলতায় অর্ধেক কাজ করে বন্ধ হয়ে যায় নির্মান কাজ। তাই স্থানীয় এলাকার মানুষ ও সমাজ সেবী মনি কাজ শুরু করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে আসছেন।
এ বিষয়ে আসমা জান্নাত মনি বলেন আমি ও আমার এলাকার মুরব্বী যুব সমাজ সবাইকে নিয়ে মসজিদ নির্মান কাজ শুরু করলেও অর্ধেক কাজ করে আমাদের ফান্ড শেষ পর্যায়ে চলে আসে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমনের বিভিন্ন কাজে উদ্বুদ্ধ হই গতকাল রাতে তার সাথে যোগাযোগ করলে তিনি আজকে আসার সম্মতি দেন এবং মসজিদের কাজ পুনরায় চালু করার জন্য নগদ অর্থ অনুদান করেন প্রয়োজনে কাজ শেষ না হওয়া পর্যন্ত সহযোগিতার আশ্বাস দেন।