ফাইল ছবি
সিলেট৭১নিউজ:আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।
গত কয়েক বছর ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হলেও ২০১৯ সালে দিনটি শুক্রবার পড়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার সূচি নির্ধারণ করে বৃহস্পতিবার তা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
পরীক্ষার সময় সূচি
সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।
এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।
সিলেট৭১নিউজ/তা/সম