বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারী দুইজনকে গ্রেফতার করেছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ টিম। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় মামলার বাদী সিলেট জেলা যুবলীগ নেতা জাকারিয়া আহমদ তাপাদার জাকিরের কৌশলে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে কামাল বাজার সিএনজি স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামীরা হলেন, বিশ্বনাথ উপজেলার ভেটুয়ার মুখ গ্রামের আলী হোসেন ও দক্ষিণ সুরমা গ্রামের গুপ্তারগাঁও গ্রামের সুরুজ মিয়ার পুত্র কবির আহমদ।
যুবলীগ নেতা জাকারিয়া আহমদ তাপাদার জাকির জানান, গত ৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন থানায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগ এনে একটি আইসিটি মামলা দায়ের করেন। যার নং- ৯/৪৮৪। এ মামলায় তিনি ৪ জনকে আসামী করেন। তাদের মধ্যে দুইজনকে পুলিশ বুধবার গ্রেপ্তার করে।
জানা যায়, বুধবার রাতে দক্ষিণ সুরমার কামাল বাজারে ‘ভাই ভাই টেলিকম’-এ আসামী কবির ও আলী হোসেনকে দেখতে পেরে পুলিশে খবর দেন। পরে ডিসি (দক্ষিণ) সুহেল আহমদ ও এডিসি (ক্রাইম) জোতির্ময়-এর নির্দেশে কামাল বাজারে দক্ষিণ সুরমা থানার বিশেষ একটি টিম সেখানে পৌছায়। পুলিশ উপস্থিত হওয়া মাত্র কবিরের দলীয় শিবির ক্যাডাররা সেখানে জড়ো হয়। পুলিশের হাত থেকে তাদের ছাড়িয়ে নিতে নানা তদবির চালায়। অবশেষে পুলিশকে হুমকি দিতে থাকে। পরে ডিসি ও এডিসির শক্ত অবস্থানের কারনে পুলিশ আসামীদের সেখান গ্রেফতার করতে সক্ষম হয়।