সিলেট:আগামী ২০ নভেম্বর সিলেট জেলা রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে মীলাদুন্নবী (সা.) সফলের লক্ষ্যে
মাহফিলে মীলাদুন্নবী বাস্তবায়ন কমিটি উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩-১১-১৮) সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক ও মাহফিলে মীলাদুন্নবী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আজির উদ্দিন পাশার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুল মোছাব্বির, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, পাঠাগার সম্পাদক হাফিজ নজীর আহমদ হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, মাওলানা জঈন উদ্দিন, মহানগর সভাপতি মো. শাহজাহান মিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা এম এ সবুর, অফিস সম্পাদক সাইফুর রহমান।
সভায় বক্তারা আগামী ২০ নভেম্বর মুবারক র্যালি পরবর্তী মাহফিলে মীলাদুন্নবী সা. সফলের জন্য বাংলাদেশ আনজামানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দসহ সকল নবীপ্রেমিক ছাত্র জনতার প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুল হক, ২২ নং ওয়ার্ড সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন আলম,আমিরুল ইসলাম, জয়নুল ইসলাম মুনিম, মো. নুর উদ্দিন, শাহিন আহমদ প্রমুখ