মৌলভীবাজারে দুটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন জমা দিলেন জাতীয় পার্টির আহমদ রিয়াজ।
বড়লেখা প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের পর মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির কেদ্রীয় সদস্য আহমেদ রিয়াজ। মঙ্গলবার দুপুরে ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনের জন্য মনোনয়ন ফরম জমা দেন।
এর আগের দিন তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আহমেদ রিয়াজ বলেন, ‘আমি দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছি।
গতকাল (সোমবার) মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন ফরম জমা করেছি। আজ (মঙ্গলবার) মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছি।
পার্টির নেতা আমাকে যে আসনটি দেবেন, সে আসনেই আমি নির্বাচন করব।আমার এলাকার মানুষের দ্বারে দ্বারে আমি ঘুরেছি।আশাকরি নির্বাচন করার সুযোগ পেলে দলের উর্দ্ধেও এলাকার জনগণ আমাকে মুল্যায়ন করবে।