সিলেট৭১নিউজ ডেস্ক:দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসীন্দা সিলেট সরকারি কলেজ তালামীযের সভাপতির পিতা হাবিবুর রহমান (ঠিকাদার) ১২ নম্বেভর সকাল ৯টা ১০মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৫৪ বছর।তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।মরহুমের নামাজে জানাযা বাদ আছর ছালেহার নূর চৌ: একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।জানাযা নামাজের পূর্বে ফালাকুজ্জুমান চৌ: জগলু সাহেবের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মর্তুজ আলী (আমানত পুরী), দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী,লালাবাজার মাদরাসার অধ্যক্ষ মাও আব্দুল লতিফ, ইলাসপুর মাদরাসার সুপার নুরুল হোদা শামিম উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল আফয়ান চৌ:, লালাবাজার হাফিজি মাদরাসার শিক্ষক হা: জহোর উদ্দিন,হা: হাসান আহমদ,লালাবাজার মাদরাসার শিক্ষক আব্দুল আহাদ সিলেট মহানগর বিএনপি দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সিলেট মহানগর আল ইসলাহর তথ্য প্রযুক্তি সম্পাদক আনহার হোসেন, সিলেট মহানগর তালামীযের সাবেক সহ সভাপতি শেখ শফি উদ্দিন,সবেক সাধারণ সম্পাদক আহমদ শরিফ, ঢাকা মহানগরের অর্থ সম্পাদক ইমাদ উদ্দিন, এমসি কলেজ তালামীযের সভাপতি মো: আফরুজ্জামান সাধারণ সম্পাদক হা: আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক সুয়াইবুর রহমান, সাংঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাবর, সিলেট মহানগরের প্রচার সম্পাদক মারুফ আহমদ, প্রশিক্ষ সম্পাদক আছাদ হোসেইন,সরকারি কলেজেরর সহ সভাপতি ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, রেদওয়ান রাজা, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক সাইফুর রহমান, আল ইসলাহর নেতা খাইরুল ইসলাম, আবুল হোসেইন,হা:নূর উদ্দিন, লালাবাজার ইউ/তালামীযের সভাপতি আব্দুস সামাদ।সহ তালামীয আল ইসলাহ ওঅন্যন রাজনীতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মারহুমের বড় ছেলে সিলেট সরকারি কলেজ তালামীযের সভাপতি মাহবুবুর রহমান সাব্বির। বক্তারা মরহুমের স্মৃতিচরণ করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাযা নামাজের পর মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।