দিরাই প্রতিনিধি:তালামীয কর্মীরা সহীহ আক্বীদার প্রতি মুসলিম ছাত্রসমাজকে আহবান করে –ছাত্রনেতা মুহিবুর রহমান।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা মুহিবুর রহমান বলেন,বর্তমানে মুসলিম ছাত্রসমাজের বেশিরভাগই ভুল বা অপসংস্কৃতির পথে ধাবিত হচ্ছে।তারা সহীহ আক্বিদা ভুলে তথাকথিত মুফতি-মুফাসসিরের দেয়া ভুল ব্যাখ্যা গ্রহণ করে বাতিল আক্বিদায় দীক্ষিত হচ্ছে।আর তালামীয কর্মীরাই তাদের সহীহ আক্বিদার বানী পৌছিয়ে তাদের আহবান করছে। ১১ নভেম্বর দিরাই উপজেলা তালামীযের উদ্যোগে হাতিয়া দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত সদস্য স্থর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা-২০১৮ তে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা তালামীযের সভাপতি হাফিজ জুবায়ের আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ হুসাইন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মুহা. নুর হোসেন, দিরাই উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওঃ আবু সাঈদ সৈয়দ। উপজেলা সদস্য নাইম আহমেদের কোরআন তিলাওয়াত ও সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর (পূর্ব) উপজেলা তালামীযের সভাপতি সালেহ আহমদ ছালিক, জগন্নাথপুর (পশ্চিম) উপজেলা তালামীযের সভাপতি হাফিজ তারিছ আলী,জগন্নাথপুর (পূর্ব) উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ শাহ আলম, জগন্নাথপুর (পশ্চিম) উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ প্রমূখ।